স্টাফ রিপোর্টার ঃ ২১ ফেব্রুয়ারী, ২০২২ খৃঃ, সোমবার প্রত্যুষে মহান মাতৃভাষা দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন সহ জাতীয়তাবাদী মৎস্যজীবী কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিমের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, কবির উদ্দিন মাষ্টার, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন চৌধুরী টুটু, অহিদ রানা, শরিফুর রহমান রিপন, শাহিন উদ্দিন চৌধুরী স্বপন, কেন্দ্রীয় নেতা ও শরীয়তপুরের সংগঠক অধ্যাপক আবদুল হক, মোঃ সায়েম উদ্দিন সিয়াম ও কামরুল ইসলাম সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। একুশের প্রথম প্রহরে সকাল ৭.০০টায় বিএনপি’র নেতৃত্বাধীন বিশাল প্রভাতফেরি নিউ মার্কেট বলাকা সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে ধীরলয়ে আজিমপুর কবরস্থানের ভেতর দিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে রওয়ানা দিলে পথে পথে কয়েকবার আওয়ামিলীগ ও ছাত্রলীগ কর্তৃক বারবার বাধাগ্রস্ত হয়। একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালালে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রভাতফেরিতে হামলা চালালে সব দল ও সংগঠন ছত্রভঙ্গ হয়ে যায়। প্রাণ ভয়ে দিকবিদিকশুন্য মানুষ এদিক ওদিক ছুটোছুটি করে। হামলাকারীরা বেশ কয়েকটি ফুলের ডালা ভেঙ্গে পা দিয়ে মাড়িয়ে ফেলে। অনেক সাধারণ মানুষ তাদের হাতে মারধরের শিকার ও অপদস্ত হন। যে কারণে অনেক সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে না পেরে নিরবে সরে পড়ে।