লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় লৌহজং থানা পুলিশের আয়োজনে থানা মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উক্ত সমাবেশে উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরাসহ স্থানিয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।লৌহজ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন এবং সভাপতিত্ব করেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন।এসময় প্রধান অতিথির বক্তব্য দেন (লৌহজং-টঙ্গীবাড়ি) মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি তালুকদার, ইউএনও মো. হুমায়ুন কবীর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মতিউল ইসলাম হিরু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুর রশিদ শিকদার, জেলার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য বিএম শোয়েব, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।বক্তারা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সহযোগীতা কামনা করে জঙ্গিবাদ,সন্ত্রাস,নাশকতা প্রতিরোধে কমিউনিটি পুলিশিংকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।