Saturday , 12 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘লুটের অস্ত্র প্রত্যাশা অনুযায়ী উদ্ধার হয়নি’-স্বরাষ্ট্র উপদেষ্টা
--সংগৃহীত ছবি

‘লুটের অস্ত্র প্রত্যাশা অনুযায়ী উদ্ধার হয়নি’-স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ
৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র প্রত্যাশা অনুযায়ী এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রত্যাশা অনুযায়ী অস্ত্র উদ্ধার করা না গেলেও পুলিশ চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় যারা লুটপাট করেছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না।

ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। এ ক্ষেত্রে তারা কার আত্মীয় কার স্বজন এসব কোনকিছুই বিবেচনা করা হচ্ছে না। যে অন্যায় করেছে তাকেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।উপদেষ্টা আরো বলেন, যারা আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।
জাহাঙ্গীর আলম বলেন, অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কারণ অনেক গাড়ি নষ্ট হয়েছে, থানা ফাঁড়ি পুড়ে গেছে। একটাও নতুন গাড়ি এখন পর্যন্ত কেনা সম্ভব হয়নি।
তবে সবকিছুই আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে।এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উপদেষ্টা। পরে সেখান থেকে বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে থানায় লাল গালিচা বিছানো দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

About Syed Enamul Huq

Leave a Reply