Friday , 1 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লামায় ব্যাথামুক্ত স্বাভাবিক প্রসবে সায়েন্টিফিক সেমিনার

লামায় ব্যাথামুক্ত স্বাভাবিক প্রসবে সায়েন্টিফিক সেমিনার

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় ব্যাথামুক্ত স্বাভাবিক প্রসব বিষয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স হল রুমে এই সেমিনার অনুষ্টুতি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মার্মা।এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ডিডি) ডা. অংচালু, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, আলীকদম উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মো. মাহাতাব উদ্দিন চৌধুরী। লামা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা জনাব মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরীর সভাপতিত্বে,বক্তরা বলেন,দিনদিন সিজার প্রসবের সংখ্যা বেড়ে চলেছে দেশব্যাপী।সিজার প্রসবের চেয়ে স্বাভাবিক প্রসবে আগ্রহ বাড়াতে হবে। সিজার প্রসব না করে ব্যাথামুক্ত স্বাভাবিক প্রসবে উৎসাহিত করতে সিজারিয়ানদের প্রতি সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন বান্দরবান সিবিল র্সাজন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন গাইনী ডা. মাকসুদা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগম, আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম, লামা ও আলীকদম দুই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply