অনলাইন ডেস্ক ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৪:২১ | অনলাইন সংস্করণ
ভারতীয় সেনাবাহিনী। ফাইল ছবি
লাদাখ উপত্যকায় আরও সেনা না পাঠানোর জন্য সম্মত হয়েছে চীন ও ভারত। সোমবার দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা তাদের ধারণা বিনিময় করেছেন। মঙ্গলবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উই কিয়ান এ বিষয়টি জানান। খবর-আলজাজিরার।
রয়টার্সের খবরে বলা হয়, ভারত সরকারের প্রকাশ করা একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয়পক্ষ ‘ভুল বোঝাবুঝি ও ভুল ধারণা এড়ানোর’ এবং ‘একতরফাভাবে পরিস্থিতি পরিবর্তন করা থেকে বিরত থাকার’ বিষয়ে একমত হয়েছে। যত শিগগির সম্ভব সামরিক কমান্ডার পর্যায়ের সপ্তম রাউন্ড বৈঠক আয়োজনের বিষয়েও উভয়পক্ষ একমত হয়েছে।
তিব্বত সীমান্তবর্তী লাদাখ অঞ্চলের বিরোধপূর্ণ একটি অংশে ভারত ও চীনের কয়েক হাজার সেনা জড়ো হয়ে আছে।
হিমালয়ের ওই অঞ্চলটিতে চীন-ভারতের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছে। তবে চীনের পক্ষ থেকে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।
পরবর্তীতে দুই দেশের মধ্যে কয়েকবার সামরিক পর্যায়ে বৈঠক হলেও তেমন কোনো ফলাফল আসেনি। বরং কয়েকটি ফিঙ্গার এলাকায় ভারত ও চীনা সেনারা কয়েকশ মিটার দূরত্বে মুখোমুখি অবস্থান করছিল। মস্কোতেও দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে আলোচনা হয়। উভয় দেশ সেনা হ্রাস করার সিদ্ধান্তে পৌঁছালেও বাস্তবে তা হয়নি।