Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুর পৌরসভায় সড়ক বাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করলেন ডিসি
--প্রেরিত ছবি

লক্ষ্মীপুর পৌরসভায় সড়ক বাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করলেন ডিসি

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের নির্দেশে লক্ষ্মীপুর পৌরসভায় সড়ক বাতি প্রজ্জ্বলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার দক্ষিণ তেমহনি মার্কাজ মসজিদের সংলগ্ন পৌরসভার ‘সড়ক বাতির অটোমেশন (আংশিক) এবং পৌরসভার সকল ওয়ার্ডের সড়ক বাতি প্রজ্জ্বলন কার্যক্রম’ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, লক্ষ্মীপুর পৌরসভাকে আলোকিত করার জন্য লক্ষ্মীপুর পৌরসভায় ১৫টি ওয়ার্ডে এক হাজারের বেশি অটো সেন্সর এলইডি লাইট স্থাপনা করা হবে এতে শহরের চলাচলে মানুষের ভোগান্তি দূর হবে তার সাথে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করা সহজ হবে বলে জানান তিনি।

এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, নবনিযুক্ত উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ জসিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন, ওয়াটার সুপার এ কে এম সামছুদ্দীন, সহকারী প্রকৌশলী মোঃ শামছুল আলম, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম, সড়ক বাতি পরিদর্শক  ফারুক হোসেনসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের সহযোগিতায় লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে গৃহীত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পৌরসভার নবনিযুক্ত উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ জসিম উদ্দিন।

About Syed Enamul Huq

Leave a Reply