Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে ৭০টি ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর জমি ও ঘর উপহার
--প্রেরিত ছবি

লক্ষ্মীপুরে ৭০টি ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর জমি ও ঘর উপহার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলায় ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৭০ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও ঘর।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও জমির কাগজপত্রের হস্তান্তর করা হয়।
এর আগে ভিডিও কনফারেন্সে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকায় ৩০টি ও চন্দ্রগঞ্জ ইউনিয়নে ৪০টি টিনশেড ব্যারাক জরাজীর্ণ অবস্থায় ছিল। পরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জরাজীর্ণ ঘরগুলো ভেঙে নতুন করে সেমিপাকা ভবন নির্মাণ করা হয়। ব্যারাকের সাবেক বাসিন্দাদের মাঝেই নতুন ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, এ উপজেলায় ৭৭১টি ভূমিহীন ও গৃহহীনকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নতুন ঘর ও জমি দেওয়া হয়েছে। এর মধ্যে আজ ৭০টি পরিবারকে নতুন করে ঘরের চাবি দেওয়া হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply