Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী নামে মামলা পুলিশ সুপার সহায়তা কামনা

লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে প্রতিবন্ধীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রতিবন্ধী খোকা পূর্ব চর কাচিয়া ৭ নং ওয়ার্ড সফি উল্যার ছেলে। মামলার অপর আসামী খোকার বৃদ্ধ পিতা সফি উল্যা, ছোট ভাই ফরহাদ ও বোন আমেনা বেগম। ভুক্তভোগীদের বক্তব্য জানা যায়, বৃদ্ধ সফি উল্যা ও তার স্ত্রী কানি বগার চর নিজেদের জমিজমা দেখার সুবিধার্থে থাকেন। বাদী আলী হোসেনের ছেলে রুবেল বৃদ্ধ সফি উল্যার ঘরে ডুকে ২০ হাজার টাকা নিয়ে যায়। এ নিয়ে তাদের সাথে বিরোধ এঘটনায় প্রতিবন্ধী খোকা ও তার পরিবারের সদস্যদের ফাঁসাতে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় রায়পর থানাকে। ভুক্তভোগী প্রতিবন্ধী খোকা বলেন দূর্ঘটনার শিকার হয়ে সে এখন প্রতিবন্ধী। তার বৃদ্ধ বাবা ও বোনকে ও এই মামলায় হয়রানি করা হচ্ছে। হয়রানি থেকে বাঁচতে সে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া জানান মামলাটি তদন্তের মাধ্যমে প্রকৃত প্রতিবেদন আদালতে দেয়া হবে। এ বিষয়ে জানতে মামলার বাদী আলী হোসেনের সাথে যোগাযোগ করা হলে সে জানায় প্রধান আসামী খোকা না থাকলেও তার নির্দেশে মারামারি করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply