Friday , 5 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান
--প্রেরিত ছবি

লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের ১৩নং দিঘল ইউনিয়নের  পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই অভিযান চালানো হয়। লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইদের বাড়ি নামক এলাকায় লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের খাগরিয়া মোজার ২নং খতিয়ান ৮২৮ নাম্বার দাগের খাল ভরাট করে স্থায়ীভাবে পাকাঘর নির্মাণ করেন স্থানীয় লোকজন। এদিকে এসব অবৈধ স্থাপনা অপসারণ করে নিতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয়রা নোটিশগুলো আমলে না নেওয়ায় বুধবার লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ১টি অবৈধ পাকা বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় সেখানে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ চন্দ্রগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান দৈনিক সকালবেলা’র প্রতিনিধিকে বলেন, খাগুড়িয়া মোজার ২ নং খতিয়ানের ৮২৮ নম্বর দাগের জমিতে পাকা ঘর তৈরি করে দীর্ঘদিন দখল করে রাখা হয়েছিল। অবৈধ দখলদারদের ওই জমি মুক্ত করে দেয়ার জন্য একাধিকবার নোটিশ জারি করা হলেও দখলদাররা তাতে কর্ণপাত করেননি। তাই জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমি দখলমুক্ত করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply