লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র্যালী আয়োজন করেছে জেলা বিএনপি। বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবন থেকে এক বিশাল র্যালী বিভিন্ন স্লোগান মুখরিত হয়ে রেলিটি লক্ষ্মীপুর শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে ঝুমুর গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য পর শেষ হয়।
বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জনগণের চেতনা ও সেন্টিমেন্টকে ধারণ করতে হবে। কারণ এ জনগণ মনে করছে এখনি এ দেশে একটা নির্বাচন প্রয়োজন। যদি এ দেশে খুব অল্প সময়ের মধ্যে যৌক্তি সময়ের মধ্যে নির্বাচন না হয় তাহলে ওই ষড়যন্ত্র যে কোন সময় আমাদের উপর আবার আঘাত হানতে পারে। তাহলে দেশের মানুষের আরেকটি বড় বিপদ কঠিন বিপদ হয়ে যেতে পারে। সংস্কার করতে বেশী সময় না নেয়ার দাবী জানান তিনি।
শনিবার ( ৯ নভেম্বর) বিকাল তিনটায় জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এ নেতা।
তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আহবান বাইরের দেশে বসে ভিডিও বার্তা দিচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই অপশক্তি যদি ছোবল মারে থাবা মারে তাহলে গনতন্ত্রের ভীত নষ্ট হয়ে যেতে পারে। আপনার নির্বাচন কমিশন সংস্কারের কাজ হাতে নিয়েছেন এ সংস্কার কাজে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এ তিনমাসের বেশী লাগার কথা নয়। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার আহবান জানান এ্যানি।
সভায় আরো বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহাবয়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, যুগ্ম আহবায়ক রশিদুল হাসান লিঙ্কন, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুন রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির আলম, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌন ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরমান হোসেন কিরনসহ প্রমুখ।