Friday , 6 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাটের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
--প্রেরিত ছবি

লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাটের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীগন। অসহায় ব্যবসায়ীগনের গগনবিদারী  আহাজারিতে ভারী হয়ে গেছে পরিবেশ। ১২ জুলাই বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন,  ফজরের নামাজ পড়তে আসা মুসল্লীগন প্রথমে বাজারের লঞ্চ ঘাটের পাশে কাপড়ের দোকান থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের  দোকানে ছড়িয়ে পড়ে। এসময় মুসল্লীদের সোরগোল চিৎকারে লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে । পরবর্তীতে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং তাদের সাথে রায়পুর ফায়ার সার্ভিস এসে যোগ দেয় । ততক্ষনে পুড়ে গেছে প্রায় ১৫টি দোকান। ক্ষয়ক্ষতি হয়েছে ১৫- ২০কোটি টাকা।  লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ- পরিচালক আব্দুল মান্নান জানিয়েছেন। ভোর ৬টা ২০ মিনিটের সময় তারা অগ্নুৎ্পাতের খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে ছুটে আসেন এবং তাদের সাথে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে যোগ দেয়। সকাল সাতটার ভিতর আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হন বলে তিনি জানান। মজু চৌধুরীর হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র চৌধুরী জানান, আমরা অগ্নুৎপাত দেখার সাথে সাথে  প্রথমে ফায়ার সার্ভিস এবং পরে লক্ষ্মীপুর পুলিশ ও বিদ্যুৎ বিভাগকে অবগত করি।

বাজারের ইমন ষ্টোরের স্বত্বাধীকারী মোঃ ইউনুছ সহ একাধিক ব্যবসায়ী বলেন,  আমাদের  সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। আমরা কি নিয়ে ঘুরে দাড়াবো। বউ বাচ্চা  নিয়ে কোথায় যাব। মজু চৌধুরীর হাট বনিক সমিতি জানিয়েছে, ফায়ার সার্ভিস, পুলিশ  ও স্থানীয় লোকজনের গুরুত্বপূর্ণ ভূমিকা  ও সহযোগিতায় আমরা কৃতজ্ঞ।  উনারা যথাসময়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে  ব্যবসায়ীগন ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন ।

About Syed Enamul Huq

Leave a Reply