Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রোহিঙ্গার কারণে বিপর্যস্ত কক্সবাজার, দ্রুত প্রত্যাবাসন চাই-উখিয়ায় মানববন্ধন

রোহিঙ্গার কারণে বিপর্যস্ত কক্সবাজার, দ্রুত প্রত্যাবাসন চাই-উখিয়ায় মানববন্ধন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশে আশ্রয় নেয়ার পর থেকে পর্যটন শহর কক্সবাজারকে অপরাধের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে রোহিঙ্গারা। রোহিঙ্গা সেবায় নিয়োজিত বিভিন্ন এনজিওতে স্থানীয় শিক্ষিতদের চাকরীতে নিয়োগের ক্ষেত্রেও বৈষম্য দেখিয়ে যাচ্ছে। মাদক,চোরাচালান,অস্ত্রবাজি সহ নানা অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। দ্রত সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসন চেয়ে নানা দাবী নিয়ে মানববন্ধন করেছে আমরা কক্সবাজার বাসী সংগঠনের উখিয়া উপজেলা শাখা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১১টার সময় উখিয়ার একরাম মার্কেট চত্বরে আমরা কক্সবাজারবাসী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। এ সময় বক্তারা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, রোহিঙ্গা সন্ত্রাসীদের অপরাধ দমন, দেশি-বিদেশী এনজিওর ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গারা পুরো কক্সবাজার জেলায় ছড়িয়ে পড়েছে। এ কারণে শহরে অপহরণ, খুন, ছিনতাই, ডাকাতি বেড়ে গেছে। ফলে পর্য়টকরা কক্সবাজার ভ্রমণে নিরুৎসাহিত হচ্ছে। এছাড়া রোহিঙ্গারা ব্যবসা-বাণিজ্যে লিপ্ত। তারা এদেশ থেকে হাজার হাজার টাকা পাচার করছে। উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে কর্মরত এনজিও সংস্থায় চাকরি করছেন রোহিঙ্গারা।রোহিঙ্গারা বিষফোড়ায় পরিনত হয়েছে।তাদের নানা অপরাধের কারণে জনজীবন শংকিত হয়ে উঠেছে। আমরা কক্সবাজার বাসী আপন ভুমিতে পরবাসী হয়ে যাচ্ছি।যত দ্রত রোহিঙ্গাদের প্রত্যাবাসন কিংবা স্থানান্তর করা যায়,ততই দেশ ও জাতির মঙ্গল হবে।
 পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্নসম্পাদক মুজিবুল হক আজাদ।উক্ত মানববন্ধনে বক্তব্য দেন আমরা কক্সবাজারবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সহ সভাপতি সমীর পাল, জেলা কৃষকলীগের নেতা ও সহ সভাপতি  আনিসুল  হক চৌধুরী , মহসীন আনকিস ফাতেমা ডেইজি, শিক্ষক নেতা হাসান জামাল রাজু, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, নুর মোহাম্মদ শিকদার, একরামুল হক,ফজল কাদের ভুট্রো,ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ
প্রমুখ। মানববন্ধনের উখিয়ার দীর্ঘ সারিতে শত-শত আমজনতা অংশ নেন।

About Syed Enamul Huq

Leave a Reply