Saturday , 29 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রোজার প্রতিদান কেবল আল্লাহর কাছে

রোজার প্রতিদান কেবল আল্লাহর কাছে

ধর্ম ডেস্কঃ

মুমিনের সব আমলের প্রতিদান রয়েছে। তবে রোজার প্রতিদান মহান আল্লাহ বিশেষভাবে দেবেন। কারণ রোজার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর বিশেষ সম্পর্ক তৈরি হয়। হাদিস শরিফে এসেছে,

 عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ قَالَ اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلاَّ الصِّيَامَ، فَإِنَّهُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ‏.‏ وَالصِّيَامُ جُنَّةٌ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ، فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ، أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ‏.‏ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ، لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তায়ালা বলেছেন, রোজা ছাড়া আদম সন্তানের প্রতিটি কাজই তাঁর নিজের জন্য।

তবে রোজা আমার জন্য। তাই আমিই এর প্রতিদান দেব। রোজা ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন রোজা পালনের সময় অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে।
কেউ যদি তাঁকে গালি দেয় অথবা তাঁর সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার। ওই সত্ত্বার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের গন্ধের চাইতেও সুগন্ধিময়। রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে যা তাকে আনন্দ দেয়। যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তাঁর রবের সঙ্গে সাক্ষাৎ করবে তখনও সে রোজার কারণে আনন্দিত হবে।

About Syed Enamul Huq

Leave a Reply