Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাসুল (সা.)-এর হিজরতের পথচিত্র
--প্রতীকী ছবি

রাসুল (সা.)-এর হিজরতের পথচিত্র

ধর্ম ডেস্ক:

হিজরতের রাত : হিজরতের রাতে রাসুল (সা.) আলি (রা.)-কে তার বিছানায় অবস্থানের নির্দেশ দেন, যেন তিনি কুরাইশ গোত্রের গচ্ছিত সম্পদ ফিরিয়ে দিতে পারেন।

হিজরতের দিন : রাসুল (সা.) আবু বকর (রা.)-এর বাড়িতে যান। আসমা বিনতে আবু বকর (রা.) তাদের জন্য খাবার তৈরি করে নিজের ওড়না ছিড়ে তা বেঁধে দেন।

সাওর গুহায় তিন রাত অবস্থান : ঘরের সামনের দিকের দরজা দিয়ে তাঁরা উভয়ে বের হন এবং সাওর গুহার উদ্দেশ্যে যান।

চতুর্থ দিন : এদিন তাঁরা সাওর গুহা থেকে বের হয়ে মদিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। তাদের পথপ্রদর্শক ছিলেন আবদুল্লাহ বিন উরাইকিত।

ষষ্ঠ দিন : এ দিন তাঁরা জহফা থেকে তিন মাইল দূরত্বের গদিরে খুম অতিক্রম করেন। এরপর ওয়াদি আল-খাজ্জার, সানিয়্যাহ মাররাহ ও ওয়াদিয়ে লাকাফ অতিক্রম করেন।

অষ্টম দিন : এ দিন তাঁরা ওয়াদি আরাজ অতিক্রম করেন।

নবম দিন : এ দিন তাঁরা আল-জাদওয়াত, রুকুবাহ, দারাব আল-গাইর, ওয়াদি রিম অতিক্রম করেন।

দশম দিন : বির আল-মাশি, ওয়াদি আল-আকিক, আল-জুসজাসাহ অতিক্রম করেন।

১১তম দিন : এ দিন তাঁরা আজ-জিবি, আল-উসবাহ, কুবা অতিক্রম করেন। রাসুল (সা.) কুবায় চারদিন অবস্থান করেন।

মদিনায় পৌঁছার দিন : মদিনায় পৌঁছে রাসুল (সা.) বনু নাজ্জার গোত্রে অবতরণ করেন। সেখানে আবু আইউব আনসারি (রা.)-এর ঘরে থাকেন।

9

তথ্যসূত্র : আল-আজহার ইসলামিক একাডেমি 

 

About Syed Enamul Huq

Leave a Reply