সরাইল প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার (২০ অক্টোবর ) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন ২০২০ উপলক্ষ্যে পুলিশ সদস্য ও আনসার বাহিনীর মাঝে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত সুপার(অপরাধ ও প্রশাসন), মোঃ রইছ উদ্দিন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এ.এস.এম. আবু মোসা,সিনিয়র সহকারী পুলিশ সুপার,(সরাইল সার্কেল ) মোঃ আনিছুর রহমান, সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ প্রমুখ।অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বক্তারা বলেন, নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সদেরকে সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে। যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তারা বলেন, অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে, সবাইকে একসাথে কাজ করার আহবান জানান। এদিকে সরেজমিনে জানাযায়, সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের উপ- নিবার্চন শান্তিপূর্ণ -নিরপেক্ষ অনুষ্ঠানে চুন্টার দশটি কেন্দ্রকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।