Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
--প্রেরিত ছবি

রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার (রাজশাহী):
 রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চন্দ্রিমা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপির চন্দ্রিমা থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ ফয়সাল ইসলাম শান্ত (২৩) ও মোঃ মিল্টন (২২)। শান্ত রাজশাহী জেলার বাগমারা থানার সূর্যপাড়ার মোঃ সাজেদুর রহমানের ছেলে ও মিল্টন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম স্কুল মোড়ের মোঃ পিন্টুর ছেলে। ঘটনা সূত্রে জানা যায়,রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চন্দ্রিমা আবাসিক এলাকার মোঃ ছাগির মাহমুদ রিহান গত ৬ ফেব্রুয়ারি রাত ১১ টায় তার ব্যবহৃত কৃত মোটরসাইকেল গ্যারেজে রাখেন। পরের দিন সকাল ১১ টায় গ্যারেজে গিয়ে দেখেন তার মোটরসাইকেলটি নাই। রিহান এ বিষয়ে চন্দ্রিমা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার অতিরিক্ত  ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করে।
পরবর্তীতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সিদ্দিকুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাহাব উদ্দীন আল ফারুকের সমন্বয়ে একটি চৌকস অভিযানিক টিম আসামিদের শনাক্ত করে। গত ১৩ ফেব্রুয়ারি রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত টিম অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার বাগমারা থানা এলাকা থেকে আসামি শান্তকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যমতে একই থানার মোহনপুর মধ্যপাড়া থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামি শান্তর দেওয়া তথ্যমতে গতকাল ১৪ ফেব্রুয়ারি,১৩ ফেব্রুয়ারি দিবাগত  রাত সাড়ে ১২ টায় অপর আসামি মিল্টনকে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিদ্বয় জানায়, তারা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য। রাজশাহী মহানগরসহ আশেপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তাদের সহযোগীদের সহযোগিতায় বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। অন্যান্য সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল  তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply