মৌলভীবাজার প্রতিনিধি:
রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের চোয়াবালি গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করিয়া হামলা চালিয়ে প্রতিবন্ধী মেয়ের চিকিৎসার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী চুনু মিয়াগংদের বিরুদ্ধে। আহতরা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী আমীর আলী বাদী হয়ে চুনু মিয়া (৫০), আলমাছ মিয়া (৪৬), মইন মিয়া (৫২), সুজেল মিয়া (২৫), নাজিম মিয়া (৫৫)গং সহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে রাজনগর থানায় মামলা ( মামলা নং- ১৫, তারিখ: ২৪/০২/২০২১ইং) দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে- গত ২৩ ফেব্রুয়ারী প্রতিবন্ধী মেয়ে সৈয়দা আমিরা জান্নাত নুসরাত এর চিকিৎসার জন্য সাউথইষ্ট ব্যাংক, তাজপুর শাখা হইতে নগদ টাকা উঠাইয়া বাড়ী ফেরার পথে চুনু মিয়াগং পথরোধ করে আক্রমন করে তাদের হাতে থাকা জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে হাড়ভাঙ্গা জখম করে। এ সময় তার সাথে থাকা নগদ ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকার শুনে প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে হামলা কারীরা পালিয়ে যায়। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।