রাজধানী ঢাকায় বিভিন্ন সময় অনুমতিবিহীন গড়ে তোলা হয়েছে সাড়ে তিন হাজারের অধিক ভবন। সম্প্রতি এসব অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
এরই ধারাবাহিকতায় অনুমতি না নেওয়ায় হুইল এক্সাভেটর দিয়ে একটি নির্মাণাধীন বিশাল ভবন গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরখানের মাদারবাড়ী বালুর মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়। এছাড়া আরো বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছে রাজউক।
জানা যায়, উত্তরখানের মাদারবাড়ী বালুর মাঠ এলাকার ভবনটি ব্যক্তি মালিকানাধীন জমিতেই নির্মাণ করা হচ্ছিল।
তবে রাজউকের অনমুতি নেওয়া হয়নি। ফলে ভবনটি ভেঙে দেওয়া হয়। এদিকে ভবন মালিকরাও অনুমতি ছাড়া ভবন নির্মাণের কথা শিকার করেছেন। তারা বলছেন, স্থান সংকুলান না হওয়ায় পরিকল্পনা চেয়েও রাজউকের অনুমতি পাননি।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, ‘এসব নিয়ম বহির্ভূত স্থাপনার বিষয়ে আগেও নোটিশ দেওয়া হয়েছে, তাতে কোনো কাজ হয়নি। তাই এবার ভেঙে দেওয়া হচ্ছে।’
সংশ্লিষ্টরা বলছেন, গত সরকারের সময় এসব অভিযানে রাজনৈতিক নেতাদের বাধা থাকলেও এখন নির্বিঘ্নে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে।