Sunday , 27 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজধানীতে সাড়ে ৩ হাজার অবৈধ ভবন ভাঙার উদ্যোগ
--সংগৃহীত ছবি

রাজধানীতে সাড়ে ৩ হাজার অবৈধ ভবন ভাঙার উদ্যোগ

অনলাইন ডেস্কঃ

রাজধানী ঢাকায় বিভিন্ন সময় অনুমতিবিহীন গড়ে তোলা হয়েছে সাড়ে তিন হাজারের অধিক ভবন। সম্প্রতি এসব অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

এরই ধারাবাহিকতায় অনুমতি না নেওয়ায় হুইল এক্সাভেটর দিয়ে একটি নির্মাণাধীন বিশাল ভবন গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরখানের মাদারবাড়ী বালুর মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়। এছাড়া আরো বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছে রাজউক।

অনুমতিহীন অবৈধ এসব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ‘শুধু একটি-দুটি ভবন নয়। নিয়মের বাইরে যাওয়া সব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনগত কোনো বাধা না থাকলে সব অবৈধ ভবন ভাঙ্গা হবে।’

জানা যায়, উত্তরখানের মাদারবাড়ী বালুর মাঠ এলাকার ভবনটি ব্যক্তি মালিকানাধীন জমিতেই নির্মাণ করা হচ্ছিল।

তিনি বলেন, ‘রাজধানীতে তিন হাজারের বেশি অবৈধ ভবন রয়েছে, সবগুলোর বিরুদ্ধেই রাজউক মাঠে নামবে। পরিকল্পিত নগরী গড়তে কাউকেই ছাড় দেওয়া হবে না।’

সংশ্লিষ্টরা বলছেন, গত সরকারের সময় এসব অভিযানে রাজনৈতিক নেতাদের বাধা থাকলেও এখন নির্বিঘ্নে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply