Thursday , 3 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

রাজধানীতে ষাড়ের গুতোয় বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক:

রাজধানীর শাহ আলী মাজার এলাকায় ষাড়ের গুতোয় অজ্ঞাতপরিচয় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় শাহ আলী মাজারে দুই নম্বর গেটে এই ঘটনা ঘটে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, শাহ-আলী মাজারের দুই নম্বর গেটে ষাড়ের গুতোয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরবর্তীতে মাজারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে।  

শাহ আলী থানা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল বলেন, মৃত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। লোকটি মাজারে থাকতেন। মরদেহের গায়ে তেমন কোন চিহ্ন নেই। শুধুমাত্র বাম হাঁটুতে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল করা হচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply