Saturday , 22 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজধানীতে মুষলধারে বৃষ্টি
--সংগৃহীত ছবি

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

অনলাইন ডেস্কঃ

সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। দুপুর পেরোতেই হঠাৎ করেই রাজধানীতে শুরু হয় ঝিরি ঝিরি বৃষ্টি। কিন্তু সন্ধ্যার পরই মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া পথচারীরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি নামতেই অপ্রস্তুত অনেককে দৌড়ে ছাউনির নিচে যেতে দেখা যায়। অনেককে ফুটওভার ব্রিজে বৃষ্টি কমার অপেক্ষায় থাকতে, কাউকে বা বৃষ্টিতে ভিজে বাসে উঠতে দেখা যায়। তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন অনেকে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল রোববার শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর আগে, শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে বৃষ্টির আশঙ্কার কথা জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। বিকেল ৪টা ৫৫ মিনিটে দেওয়া ওই পোস্টে ঢাকার আশপাশের জেলাগুলোয় বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

আবহাওয়াবিদ পলাশ লিখেছেন, ‘বিকেল ৫টার পর থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে।

বৃষ্টি উত্তরপশ্চিম দিক থেকে এসে দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ঢাকার চারপাশের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’এদিকে আগামী ২ দিন ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।

এছাড়া আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

About Syed Enamul Huq

Leave a Reply