অনলাইন ডেস্ক:
মাদকবিরোধী অভিযানে রাজধানীতে মাদকদ্রব্যসহ ৭৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল সোমবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে তাদেরকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ালিদ হোসেন জানান, গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৭৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৩ হাজার ৬ পিস ইয়াবা, ৯ গ্রাম হেরোইন, ৮ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ৫৬ বোতল বিদেশি মদ, ৪৯২ ক্যান বিয়ার ও ৩৫ লিটার অ্যালকোহল জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।