অনলাইন ডেস্ক:
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল মঙ্গলবার (১৫ জুন) সকাল ৬টা থেকে আজ বুধবার (১৬ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম আজ বুধবার (১৬ জুন) সকালে এসব তথ্য জানিয়েছেন।
ইফতেখায়রুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাত হাজার ৪১৭ পিস ইয়াবা, ১১৭ গ্রাম হেরোইন, সাত কেজি ৫০০ গ্রাম গাঁজা ও চার লিটার বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ইফতেখায়রুল ইসলাম।