অনলাইন ডেস্ক:
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল শনিবার (২৯ মে) সকাল ৬টা থেকে আজ রবিবার (৩০ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইফতেখায়রুল ইসলাম বলেন, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪১ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৬৩৯ পিস ইয়াবা, ১৭৫ গ্রাম হেরোইন, ৩৩ কেজি ৮৭৫ গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
মাদক বিক্রি ও সেবনের দায়ে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ইফতেখায়রুল ইসলাম।