অনলাইন ডেস্ক:
মাদকবিরোধী অভিযানে রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ শনিবার (৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
ওয়ালিদ হোসেন জানান, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ১৬৪ পিস ইয়াবা, ৬৯ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৭৫ বোতল ফেনসিডিল ও দুই কেজি ৬৯০ গ্রাম ১২ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওয়ালিদ হোসেন।