অনলাইন ডেস্কঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও মহানগর গোয়েন্দা (ডিবি)।
গতকাল রবিবার (২৩ আগস্ট) ভোর ৬টা থেকে আজ সোমবার (২৪ আগস্ট) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১১৪১ পিস ইয়াবা, ২৩ গ্রাম হেরোইন, ৭০০ গ্রাম গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে ৩৬টি মামলা করা হয়েছে। ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে বার্তায়।