আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রমজানে কোনো কিছুর (নিত্যপণ্যের) অভাব হবে না। ইতোমধ্যেই সব ব্যবস্থা করা হয়েছে। কোন সমস্যা হবে না।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সরকারি বাসভবন গণভবনে জার্মানি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী।
আগামী পাঁচ বছরের সরকারের কাজের প্রাধান্য তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছর অনেক কাজ করতে হবে। যেহেতু ২০২৬ সাল থেকে আমাদের উন্নয়নশীল দেশের যাত্রা শুরু হবে তাই যে সময়টুকু পাব সেটাকে কাজে লাগিয়ে যথাযথভাবে এগিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। ইতিমধ্যে বিভিন্ন কমিটি গঠন করে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।’
কারণ, যে পর্যায়ে থেকে আমরা উঠে এসেছি সেটা টেকসই করে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা হচ্ছে জাতিসংঘের এসডিজি বাস্তবায়ন ২০৩০ সালের মধ্যে, সেটা আমরা সময় পেয়েছি ২০৩২ সাল পর্যন্ত। এরমধ্যে যেগুলো আমাদের দেশের জন্য প্রযোজ্য সেগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করে যাচ্ছি।’