পবিত্র রমজান মাসের ২৭তম রাতে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববিতে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল। এ সময় পবিত্র মসজিদুল হারামে ৪২ লাখের বেশি মুসল্লি উপস্থিত ছিলেন। তারা সেখানে তারাবি ও তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদতে পুরো রাত কাটিয়েছেন।
বুধবার (২৬ মার্চ) সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল-ইখবারিয়া সূত্রে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
পবিত্র রমজানের একটি মহিমান্বিত রাত লাইতুল কদর বা শবেকদর। তা রমজানের শেষ দশকের যেকোনো এক দিন হতে পারে। পবিত্র এই রজনীতে মহাগ্রন্থা কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতের বরকত ও মহিমা নিয়ে সুরা কদর নামে একটি সুরা নাজিল হয়েছে।
তাতে মহান আল্লাহ বলেছেন, ‘আমি কদরের রাতে তা অবতীর্ণ করেছি। আপনি কি জানেন, কদরের রাত কী? কদরের রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। …’আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বুধবারের কর্মপরিকল্পনার মধ্যে ছিল প্রতি ঘণ্টায় এক লাখ ৭ হাজার ওমরাযাত্রীর যাতায়াতের জন্য মাতাফ প্রস্তুত করা। যেন পবিত্র কাবাঘর ও গ্র্যান্ড মসজিদের ভেতরে স্বাভাবিকভাবে চলাচল করা যায়।
তাই মসজিদের ৪২৮টি এসকেলেটর এবং ২৮টি লিফট এবং ১৩০০টি স্পিকারের ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণ ঠাণ্ডা রাখতে ৯০ হাজার টন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।সূত্রঃ আরব নিউজ