Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কুড়িগ্রামের এসপি সৈয়দা জান্নাত আরা
--প্রেরিত ছবি

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কুড়িগ্রামের এসপি সৈয়দা জান্নাত আরা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের এসপি সৈয়দা জান্নাত আরা। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১টায় রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের
সম্মেলন কক্ষে ২০২১ সালের ফেব্রুয়ারী মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। কোভিড’১৯ এর প্রাদুর্ভাবজনিত কারণে রেঞ্জ ডিআইজি মহোদয় অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত সভা অনুষ্ঠান করেন। সভায় গত ফেব্রুয়ারী মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা
পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য
বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন কুড়িগ্রামের এসপি সৈয়দা জান্নাত আরা। এসময় শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে কুড়িগ্রাম সদর থানার এসআই আমিনুল হক ও পিপি’র সঙ্গে সমন্বয়পূর্বক বিজ্ঞ আদালতকে সহায়তা করে আসামীদের সাজা প্রদানের জন্য কুড়িগ্রাম
জেলার কোর্ট পুলিশ পরিদর্শক পৃথ্বীশ কুমার সরকারকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত করা হয়। রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএমর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম-বার, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম অ্যান্ড
অপারেশনস), ওয়ালিদ হোসেন, পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড
প্রসিকিউশন) আব্দুল লতিফ। অনুষ্ঠানে রেঞ্জের রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত
আরা, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম,
পিপিএম-বার, লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা, বিপিএম,
পিপিএম, নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান,
বিপিএম, পিপিএম, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর
হোসেন, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মাদ ইউসুফ আলী, গাইবান্ধার
পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অত্র রেঞ্জ দপ্তরের সহকারি পুলিশ
সুপার (অপরাধ) এ, বি, এম জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply