Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যৌথ বাহিনীর অভিযান : মোহাম্মদপুরে সেনা ক্যাম্পে জনমনে স্বস্তি
--Collected pic

যৌথ বাহিনীর অভিযান : মোহাম্মদপুরে সেনা ক্যাম্পে জনমনে স্বস্তি

Online Desk:
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অস্থায়ী সেনা ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আর এই ক্যাম্প করার খবরে স্বস্তি বোধ করছেন স্থানীয় বাসিন্দারা।গতকাল রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

আইএসপিআর আরো জানায়, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর থেকে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর এলাকায় ১৫২ জন অপরাধী, ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৭১টি গোলাবারুদ, ১৭২ ধরনের বিভিন্ন দেশি-বিদেশি অস্ত্র, একটি গ্রেনেড ও বিপুল পরিমাণ নেশাজাত দ্রব্য উদ্ধার হয়। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এর আগে গত শনিবার বিকেলে সন্ত্রাসমুক্ত মোহাম্মদপুরের দাবিতে এলাকাবাসী থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

About Syed Enamul Huq

Leave a Reply