আন্তর্জাতিক ডেস্ক:
বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি শপিং মলে অন্তত ৮ জন আহত হয়েছেন।
মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে উইসকনসিনের মে ফেয়ার মলে হামলা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে দুষ্কৃতকারী পালিয়ে যান। আহতদের ৭ জন প্রাপ্ত বয়স্ক হলেও, একজন শিশুও রয়েছে। তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের জখম গুরুতর কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে এক বন্দুকধারী শপিংমলে প্রবেশ করে গুলি চালানো শুরু করে।
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই হামলার ঘটনা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছে। হামলাকারী শক্তিশালী বলে ধারণা করছেন স্থানীয় মেয়র ডেনিস ম্যাকব্রিড। তাকে গ্রেফতারে উইসকনসিনের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ থাকার পরামর্শ দেয়া হয়েছে।