অনলাইন ডেস্ক:
যুক্তরাজ্যের রয়েল ডার্বি হাসপাতাল মুসলিম নারী চিকিৎসকদের হিজাব পরিধানের অনুমোদন দিয়েছে। হাসপাতালের তৈরি সাময়িক ব্যবহারযোগ্য ও জীবাণুমুক্ত হিজাব অপারেশন থিয়েটারে পরিধান করা যাবে।
রয়েল ডারবি হাসাপাতাল সর্বপ্রথম কর্মক্ষেত্রে হিজাব পরিধানের অনুমোদন প্রদান করে। হাসপাতালে এ উদ্যাগটি গ্রহণ করেন মায়লয়েশিয়া বংশোদ্ভূত ডা. ফারাহ রোসলান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভালো কাজের চর্চায় জাতীয় স্বীকৃতি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমাদের বিশ্বাস আমরাই প্রথম যুক্তরাষ্ট্রের অপারেশন থিয়েটারে কর্মীদের জন্য জীবাণুমুক্ত হিজাব পরিধানের অনুমোদন দিয়েছি।
ডা. রোসলান বলেন, আমার লক্ষ্য বাস্তবায়ন করতে পেরে আমি খুবই আনন্দিত। জীবাণুমুক্ত হিজাব রোগ সংক্রমণ নিয়ন্ত্রণে বেশ কাজ দেবে।