Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যারা টিকা নিতে চায় না, তারাই শুধু বাকি : স্বাস্থ্যমন্ত্রী
--ফাইল ছবি

যারা টিকা নিতে চায় না, তারাই শুধু বাকি : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

ভারতে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ কারণে বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে করোনায় আমাদের মৃত্যু শূন্যের কোটায় আছে। সেটি ধরে রাখতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ রবিবার দুপুরে মহাখালী জাতীয় নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেখানে বক্তব্য প্রদানকালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, দেশে এতোদিন করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই কোনো ধরনের খাদ্যের অভাব হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। সংক্রমণ নাই বললেই চলে।

জাহিদ মালেক বলেন, আমরা দেশের টার্গেটকরা জনসংখ্যার শতভাগ মানুষকে টিকা দিয়েছি। শুধু যারা টিকা নিতে চায় না, তারাই টিকা নেওয়া বাকি আছে। বাকি সবাইকেই আমরা টিকা দিয়েছি। সঠিক সময়ে টিকা আনতে পেরেছি। সবাইকে সময়মতো টিকা দিতে সক্ষম হয়েছি।

তিনি এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সহযোগিতা করেছেন, যেন সবাই টিকা পায়।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply