উপজেলা প্রতিনিধি (মণিরামপুর):
মণিরামপুর উপজেলার জাতীয় পার্টির নিজ অফিসে আজ ২৩ শে ডিসেম্বর এই সংবাদ সম্মেলন করেন। জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী ও মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিম। তিনি সাংবাদিকদের বলেন, আমি জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের ৮৯ যশোর- ৫ মণিরামপুর আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী। আমি জাতীয় নির্বাচন কমিশন ঘোষিত সকল বিধিনিষেধ অনুসরণ করে নির্বাচনের প্রচারণা করছি। প্রার্থী হিসেবে আমার নিজ দলের উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান আমার লাঙ্গল মার্কার কাজ না করে দলের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে যা বর্তমান নির্বাচন এবং পার্টির জন্য ক্ষতিকর। যার কারনে লাঙ্গল মার্কার সকল কর্মকাণ্ড থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। সে বিগত নির্বাচন গুলোতে নিজ দলের প্রার্থীর বাইরে কার্যক্রম করেছে। যা সকলের কাছে স্পষ্ট। তাই আমার নেতা কর্মী এবং ভোটারদেরকে তার সাথে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো। আমার নির্বাচন চলাকালীন তার কোন কথা বা আহবান আপনারা বিশ্বাস করবেন না। তিনি সাংবাদিকদের আরও বলেন, নির্বাচনী এলাকায় আমার ভোটের জোয়ার দেখে অন্যান্য প্রার্থীরা আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে। আপনারা যাচাই বাছাই না করে বিশ্বাস করবেন না। প্রশাসন সহায়ক ভূমিকা পালন করছেন বলে জানান। উক্ত সংবাদ সম্মেলনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জাকির হোসেন বাবু সমাজকল্যাণ সম্পাদক কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি, মোঃ আজগার আলী, সাবেক চেয়ারম্যান শ্যামকুড় ইউনিয়ন পরিষদ , মোঃ বজলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম, সাবেক সেনা সদস্য ও সভাপতি খানপুর ইউনিয়ন জাতীয় পার্টি, মোঃ ইসরাফিল কবির মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।