নিজস্ব প্রতিনিধিঃ বেনাপোল যশোর থেকে।
গত কাল মঙ্গলবার বিকালে যশোরের শার্শা উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে বেনাপোল সীমান্ত এলাকায় পুটখালীর ইউনিয়নের বালুন্ডা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প সুবিধার আওতায় সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি উপজেলা মৎস কর্মকর্তা আবুল হাসান ,সমাজ সেবা কর্মকতা মোঃ তোহিদুল ইসলাম,ইউনিয়ন সমাজকর্মী রবিউল ইসলাম,তথ্য সেবা সহকারী অতিরিক্ত তনুজা শারমিন সহ বিভিন্ন সরকারী সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বৈঠকে তথ্য সেবা নিতে গ্রামের প্রায় দুই শতাধিক নারী গন উপস্থিত ছিলেন। উপজেলা তথ্য সেবা কেন্দ্রের সহকারী (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) সেলিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মীর আলীফ রেজা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, সীমান্তবর্তী অঞ্চল গুলোর মানুষ যেমন অবহেলিত হয় তেমনি অনেকে অপরাধ মুলক কর্মকান্ডে জড়িয়ে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ্য হয়। এছাড়া সরকারের যে সেবা আছে তা অনেক না জানা সেবা থেকে বঞ্চতিও হয়
বৈঠকে নারীদের অধিকার, চিকিৎসাসেবা, উদ্যোগতা তৈরী, তথ্য প্রযুক্তি, পরিবারের প্রতি কর্তব্য ওকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে নানান তথ্য সেবা পরামর্শ দেয়া হয়। তথ্য সেবা পেয়ে বিভিন্ন ভাবে উপকৃত হচ্ছেন অসহায় নারীরা।
তারা বিভিন্ন ভাবে উপকৃত হয়েছেন। তথ্য সেবা নিতে আসা মুসলিমা বেগম জানান, পরিবারের সহযোগীতা করতে তিনি বাড়িতে একটি গরুর খামার তৈরীর কথা ভাবেন। এসময় তথ্য সেবা কর্মীরা তাকে উদ্যোগতা তৈরী হতে নানান ভাবে সহযোগীতা করেছেন। এখন খামার ভাল চলায় পরিবার অনেকটা স্বচ্ছল।
সরকারের শিক্ষা,চিকিৎসা ও প্রযুক্তিগত সেবা সম্পর্ক অবগত করতে কাজ করছে তথ্য আপা। এতে মানুষ যেমন উপকারিতা পাচ্ছে তেমনি সেবা খাতে তৃনমুল পর্যায়ে সরকাররে চেষ্টা দিন দিন সফলের দিকে যাচ্ছে।
শার্শা উপজেলা তথ্য কেন্দ্রের সহকারী তনুজা শারমিন জানান, তথ্য আপার মাধ্যমে উঠান বৈঠক করে অবহেলিত নারীদের সমস্যা শুনে তা সমাধানে জন্য পাশে দাঁড়ানোর বিভিন্ন সরকারী দপ্তরে অবহিত করা হয়ে থাকে।
এতে সেবা পেতে সুবিধা বঞ্চিতদের সহজ হচ্ছে। উঠান বৈঠকে আশা নারীদের বিনা মুল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও আশা,যাওয়ার খরচ ও আপ্যায়ন ব্যবস্থা করা হয়ে থাকে। তথ্য আপার সেবা বিষয়ে সকল দিক নির্দেশনা দিয়ে থাকেন উপজেলা প্রশাসন।
সেবা নিতে আসা বালুন্ডা গ্রামের বৃষ্টি বেগম বলেন, উঠান বৈঠকে এসে কিভাবে বসত বাড়ির পরিত্যাক্ত জমিতে সবজি,পুকুরে মাছ চাষ বাড়িতে গবাদী পশু, হাঁস মুরগী পালন করে স্বাবলম্বী হওয়া যায় তা পরামর্শ দিয়েছেন তথ্য আপা কর্মীরা।সেবা নিতে আসা আর এক জন নারী আছমা বেগম বলেন, পরিবারের বয়জৈষ্ঠদের প্রতি ভালবাসা, সন্তানদের সু সন্তান করে গড়ে তোলা, সমাজের প্রতি একজন দায়িত্বশীল নাগরীকের কর্তব্য ও আইনী অধিকারের প্রতিও নানান দিক বুঝিয়েছেন সেবা কর্মীরা।