Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

ময়মনসিংহ শিক্ষক সমিতির একাংশের সম্মেলনে শাসছুন্নাহার সভাপতি ও চাঁন মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা

ময়মনসিংহ ব্যুরো: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি
ময়মনসিংহ জেলা শাখার একাংশের ত্রি-বার্ষিক সম্মেলন গত ১ ডিসেম্বর সকাল ১১টায়
ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম অধিবেশন শেষে নির্বাচন পর্বে প্রস্তাব ও সমর্থকের কন্ঠভোটের মাধ্যমে মোছা:
শামছুন্নাহার বেগমকে সভাপতি ও মো: চাঁন মিয়াকে সাধারণ সম্পাদক পুনরায়
নির্বাচিত করা হয়। ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার শিক্ষক নেতৃবৃন্দগন উপস্থিত
ছিলেন। এসময় রিটানিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি
কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাগলা উপজেলা শাখার সভাপতি মো: বজলুর রহমান বাহার।
শীঘ্রই ৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি জেলা শিক্ষক সমিতির কমিটি ঘোষণা
করা হবে বলে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: চাঁন মিয়া জানান।
বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ জেলা শিক্ষক
সমিতির সাবেক সভাপতি মোছা: শাসছুন্নাহার বেগম এর সভাপতিত্বে ও ময়মনসিংহ
জেলা শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ হিল্লুল এর পরিচলানায়
প্রধান আলোক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-
সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক
মো: চাঁন মিয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিকি ময়মনসিংহ আঞ্চলিক
কমিটির সাধারণ সম্পাদক দুকুল চন্দ্র দেব, জেলা শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি
মো: রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: এনামুল হক খান, সদর
উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান, গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক
মো: জসিম উদ্দিন, তারাকান্দা শাখার সভাপতি মো: সাইদুর রহমান, শিক্ষক নেতা মো:
মিজানুর রহমান, ভালুকা শাখার সাধারণ সম্পাদক এবি সিদ্দিক সহ ১৩ উপজেলার শিক্ষক
নেতৃবৃন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply