Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোর হচ্ছে পুলিশ
--প্রেরিত ছবি

ময়মনসিংহে মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোর হচ্ছে পুলিশ

ময়মনসিংহ ব্যুরো: শীতে করোনা সংক্রামণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায়
সর্বক্ষেত্রে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে ময়মনসিংহ জেলা
পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেছেন মাস্ক না পরলে ৬ মাসের জেল ও ১ লাখ
টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে বিভিন্ন দেশে
নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমাদের দেশে এটি মোকাবেলা করতে
হবে যথাযথভাবে। সেজন্য সরকার নতুন করে মাস্ক পরার যে নির্দেশনা দিয়েছে তার
পুরোপুরি বাস্তবায়নে কাজ করবে পুলিশ। যারা মাস্ক ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে জেল
ও জরিমানাসহ আইনগত ব্যবস্থা প্রহণ করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের উদ্যোগে নগরীর পাটগুদাম
ব্রিজ মোড়ে করোনা সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রমে পুলিশ
সুপার এসব কথা বলেন।
পরে জনসাধারণ ও গণপরিবহনের চালক-সহকারীদের মাঝে নিরাপত্তা সামগ্রী হিসেবে
মাস্ক বিতরণ করা হয়। সেইসাথে গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে
ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, জয়িতা
শিল্পী, হাফিজুর রহমান, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ
তালুকদার, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, জেলা
ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত
ছিলেন।
এ সময় তিনি ব্রীজ মোড়ের বিভিন্ন ফলমুলের দোকান, হোটেল, নিত্যপণ্যের দোকানে
মাস্কের গুরুত্ব, মাস্ক না পড়ার কারণে জেল জরিমাণা, ব্যবহার সম্পর্কে সচেতনতা এবং
মাস্ক বিহীন ক্রেতাদের কাছে কোন ধরণের পণ্য বিক্রি না করতে দোকানীদেরকে পরামর্শ ও
সচেতনতামূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি বিভিন্ন দোকানের সামনে নো মাস্ক, নো
পণ্য, নো মাস্ক নো ফল, নো মাস্ক নো খাবার লেখা ব্যানার ফেস্টুন টানিয়ে দেন। এর আগে
তিনি মাস্ক বিহীন পথচারী, রিকশা, অটো, ভ্যান, ট্রাক, মিনি ট্রাক চালকদের মাঝে
মাস্ক বিতরণ করেন। পরে সাংবাদিকদের সাথে এক বক্তব্যে তিনি বলেন, মূলত মাস্ক
সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই এই উদ্দোগ গ্রহণ করা হয়েছে। মাস্ক বিতরণ
কার্যক্রম অব্যাহত থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply