Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে পৃথক সড়ক দূর্ঘটনায়  নিহত ৪ জন,আহত ১১
--প্রেরিত ছবি

ময়মনসিংহে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ জন,আহত ১১

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার সত্রাশিয়া
ও ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার রশিদপুর এলাকায় পৃথক
দুইটি সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। উক্ত দুটি দূর্ঘটনায় ১১ জন আহত
হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরণ করেছে। জানা যায়, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের
মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া নামক স্থানে বেলা আড়াইটায় একটি যাত্রিবাহী
বাস গরুবাহী নছিমন ও যাত্রিবাহী ব্যাটারী চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে
নছিমন ও অটোরিক্সা উল্টে ১০ জন গুরুতর আহত হলে স্থানীয় জনতা মূমুর্ষ অবস্থায়
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় সদর উপজেলার দাপুনিয়া গ্রামের আব্দুল খালেকের পুত্র আমিনুল ইসলাম
(৩৫) ও একই গ্রামের ইদ্রীস আলীর কন্যা রিতা আক্তার (২১) নামের দুই জন মারা যান।
অন্যজনের অবস্থা আশংকাজনক।
অন্যদিকে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার রশিদপুর এলাকা
থেকে বেলা ৩টার দিকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অটোরিক্সাকে বিপরীত দিক
থেকে আসা একটি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই
অটোরিক্সার দুই যাত্রী নিহত হন অপর তিনজন গুরুতর আহত হন। নিহতরা হলেন
ধর্মপাশা উপজেলার আব্দুল আজিজের পুত্র বাবুল মিয়া (৪২) এবং অন্যজন নেত্রকোনা
জেলার মোহনগঞ্জ উপজেলার আব্দুল করিমের পুত্র রিপন (৩০)।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিকুর রহমান জানান,
রশিদপুর এলাকায় নেত্রকোণা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অটোরিক্সাকে
চাপা দেয়। ঘটনার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের
জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

About Syed Enamul Huq

Leave a Reply