কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বীর যোদ্ধার আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা।
গতকাল শনিবার (৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ১৩টি দেশের কূটনীতিকরা ওয়ার সিমেট্রির হলিক্রসের পাদদেশে প্রার্থনা ও ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে সৈনিকদের স্মরণ করেন। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কূটনীতিকরা স্মৃতিসৌধে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্টিতে ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সেনাকে সমাহিত করা হয়। ১৯৬২ সালে ১ জনের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গেলে এখানে বর্তমানে সমাধি রয়েছে ৭৩৭ জনের। ১৩টি দেশের ৭৩৭ জন যোদ্ধার মধ্যে মুসলিম ধর্মের ১৭২ জন, বৌদ্ধ ধর্মের ২৪ জন, হিন্দু ধর্মের ২ জন এবং বাকিরা খ্রিষ্টান ধর্মাবলম্বী।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের পর রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা সমাধিস্থল ঘুরে দেখেন। শ্রদ্ধা নিবেদনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র বাইবেল পাঠের পর ফাদার ক্যাট্টিক প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।