Wednesday , 19 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ম্যাটস শিক্ষার্থীদের দাবির বিষয়ে যা জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়
--ফাইল ছবি

ম্যাটস শিক্ষার্থীদের দাবির বিষয়ে যা জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্কঃ

মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের শূন্যপদ নিয়োগ সম্পর্কিত দাবির বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর সদস্যদের সঙ্গে এক আলোচনাসভায় এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। পরে সোমবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করে আসছে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।

শূন্যপদ পূরণ সম্পর্কিত দাবির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঐক্য পরিষদকে জানানো হয়, ইতোমধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রক্রিয়া শুরু করেছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সম্পর্কিত দৃশ্যমান অগ্রগতি হবে।

উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদটি দশম গ্রেডে উন্নীতকরণের দাবি করে আসছেন শিক্ষার্থীরা। তাদের এই দাবি বিষয়ে  ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে বলে জানানো হয় আলোচনা সভায়। বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া অন্য দাবিগুলোও পূরণ করা সময়সাপেক্ষ উল্লেখ করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে। তবে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে সভায়।

About Syed Enamul Huq

Leave a Reply