মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলরসহ ৩৯ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সকাল থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকতা মামুনুর রশীদ তাঁর কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান নৌকা ও বিএনপি প্রার্থী অলিউর রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়ছে। পরবর্তীতে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ নিয়ে লটারি করা হয়।
এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন । এছাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মাসুদকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, মৌলভীবাজার পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পৌরসভার মোট ভোটার সংখ্যা রয়েছেন ৪৩ হাজার ৪৪৬ জন।এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন।