Monday , 31 March 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আনন্দঘন দিন 
--প্রেরিত ছবি

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আনন্দঘন দিন 

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মেলবন্ধনে আনন্দ ভ্রমন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২০ ফেব্রুয়ারি) সকালে এ আনন্দঘন যাত্রা মোটিরসাইকেল ও প্রাইভেট কারযোগে মৌলভীবাজার জেলা শহর প্রদক্ষিণ শেষে উদ্দেশ্যহীন ভাবে প্রথমে কুলাউড়ার উদ্দেশ্য রওয়ানা হয়। এসময় হাইওয়ে‌ রাস্তা, গ্রামের মেঠোপথ, পাথরের পথ, সবুজে ছাওয়া উচুঁ-নিচু টিলা, চা  ও রাবার বাগান দিয়ে সাজানো অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মধ্যে দিয়ে দলটি অবশেষে রাজনগর চা ও রাবার বাগান বাংলোয় গিয়ে যাত্রা শেষ হয়।
সেখানে আয়োজিত বিভিন্ন ধরণের খেলাধুলা, নেচেগেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাজিক প্রদর্শনীতে আনন্দ উৎসবে মেতে উঠেন গণমাধ্যমকর্মীরা। ম্যাজিক মোহনের যাদুকরী প্রদর্শনী ও জাহাঙ্গীর হোসাইনের গান বাড়তি আনন্দ যোগায়।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অন্যতম দায়িত্বশীল জাহাঙ্গীর হোসাইনের বাসা থেকে প্রস্তুত করে আনা কক মোরগ, হরেক রকমের ভর্তা-সবজি, মাছ ও ডাল দিয়ে মধ্যাহ্নভোজ রসনা যোগায়।  রাজনগর চা ও রাবার বাগানে ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাদের আতিথেয়তা মুগ্ধ করেছে , সার্বক্ষণিক সকল আয়োজনে করেন সহযোগিতা।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান মাহমুদ, সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ তরফদার এর সার্বিক সঞ্চালনায় আনন্দ ভ্রমনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ডা: সাদিকুর রহমান, এম.এ হামিদ, মাহবুবুর রহমান রাহেল, এস.এম মেহেদী হাসান, মো: তাজুদুর রহমান, আমিরুল ইসলাম, লন্ডন প্রবাসী শামীম তরফদার প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ, অর্থ সম্পাদক জুবায়ের আহমদ, সহ অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক সাইদুল ইসলাম, আহমেদ পায়েল, নাসরিন প্রিয়া, আলী মোহাম্মদ, জাহাঙ্গীর হোসাইন, সৈয়দ ফেরদৌস আহমদ, ময়নু হোসেন, রুয়েল আহমদ, আব্দুল হাদী রাফি প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply