মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাউর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ,পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. তউহিদ আহমদ প্রমুখ। এ সময় বক্তরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দেশ গড়ার লক্ষে বুদ্ধিজীবীরা দেশের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। জেলা ও উপজেলা পর্যায়ের শহীদ বুদ্ধিজীবীদের তালিকা সংগ্রহ করে স্বীকৃতি সহ সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা আলবদর-আল শামসের দোসরদের ব্যাপারে সজাগ ও সচেতন থাকার আহবান জানান।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংগঠক,আওয়ামী লীগ,জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।