মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা পদকপ্রাপ্ত ও গণপরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামে সকাল ১০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে নিজ বাসভবন প্রাঙ্গণে স্বরণসভা, শিক্ষাবৃত্তি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের আহবায়ক মৌলভীবাজারের সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব পান্না দত্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জাহিদ আকতার, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের নির্বাহী খোদেজা আক্তার, পৌর মেয়র মো: ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ প্রমুখ।