মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের ১৫ জন নেতাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে সদর উপজেলা আওয়ামী লীগ। দলীয় নির্দেশনা অমান্য করে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়।
দলীয় সূত্র জানায়, চতুর্থ ধাপে এ উপজেলার ১২ টি ইউপির মধ্যে সবটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিয়েছে। সেখানে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ১২টির মধ্যে ১১টি ইউনিয়নে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। যার ফলে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশের সিদ্ধান্ত নেয়া হয়। বিদ্রোহী প্রার্থীদের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সদর উপজেলা আওয়ামী লীগ তাদের স্থায়ী ভাবে বহিস্কারের জন্য জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করেছে।
বহিষ্কারের তালিকায় থাকা প্রার্থীরা হলেন-খলিলপুর ইউনিয়নে মো. আশরাফ আলী খান,কামালপুর ইউনিয়নে মো.আলাউর রহমান, মো. আপ্পান আলী, মো. সোহেল আহমদ, আপারকাগাবলা ইউনিয়নে মো. ইমন মোস্তফা, মো.ফারুক আহমদ, আখাইলকুঁড়ায় মো. এমদাদুর রহমান রেণু, মো. শাহ গিয়াস উদ্দিন,চাঁদনীঘাটে মো. আসলাম মিয়া, কনকপুর ইউনিয়নে মো. মনিরুজ্জামান, আমতৈল ইউনিয়নে শ্রী সুজিত চন্দ্র দাশ,নাজিরাবাদে সৈয়দ মোহিত আলী, মোস্তফাপুরে মো. তাজুল ইসলাম, গিয়াসনগর ইউনিয়নে মো. মোশারফ হোসেন ও মো. জিলা মিয়া।