অনলাইন ডেস্কঃ
মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার তত্ত্বাবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য তদারকি করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সদর উপজেলার পশ্চিমবাজার এলাকায় জেলা প্রশাসন কর্তৃক পিয়াজ ও চাউলের বাজারমূল্য যাচাই করা হয় এবং মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয় ও বিক্রয় রশিদের কপি যথাযথভাবে সংরক্ষণ না করা, পণ্য বিক্রিতে অতিরিক্ত লাভ করা ইত্যাদি অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় মোট সাতটি মামলায় ২০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রফিকুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন জেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা মাযাহার মুন্সি ও জেলা পুলিশের একটি টিম।