মৌলভীবাজার: মৌলভীবাজারে আগামী রোববার (২০ জুন) দ্বিতীয় পর্যায়ে একই সাথে ৬ শত ৫৭টি অসহায় পরিবারকে ঘর দিচ্ছে সরকার। সেখানে ১ টি প্রাথমিক বিদ্যালয়,১ টি মসজিদ ১ টি মন্দিন নির্মান করা হচ্ছে।
শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এক সংবাদ সম্মেলনে জানান, আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে দ্বিতীয় পর্যায়ে এসব পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে সেমি পাকা ঘর দেয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন। ইতিপূর্বে জেলায় প্রথম পর্যায়ে ১১শত ২৬ টি ঘর হস্তান্তর করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্তি জেলা প্রশাসক মেহদী আহসান, সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা সাবরিনা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ ও জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।