মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারে দৈনিক সকালবেলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হক এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সকালবেলা পরিবার, মৌলভীবাজারের আয়োজনে সেন্ট্রাল রোডস্থ আর.এস.কে ভবনের দ্বিতীয় তলায় দৈনিক সকালবেলা’র জেলা প্রতিনিধি মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান। বিশেষ অতিথি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম.এ কাইয়ূম সুলতান, অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক জুবায়ের আহমদ, সহ অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আহমেদ পায়েল, নির্বাহী সদস্য শেখ কাদের আল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রবীণ মুরব্বি ও সমাজসেবক আব্দুর রহমান, সাংবাদিক আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মজনু আহমদ, সাংবাদিক আবুল কাশেম, কামরান আহমদ, কয়েছ আহমদ, সাংবাদিক আহমদ আলী, রাহি আহমদ, মোঃ নিজাম মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সৈয়দ এনামুল হক ছিলেন সংবাদ জগতের একজন গুণী ব্যক্তিত্ব। তার বর্ণাঢ্য জীবনে নিজের প্রতিষ্ঠিত দৈনিক সকালবেলা সহ দেশী-বিদেশী বিভিন্ন গণমাধ্যমে সুনামের সাথে কাজ করেছেন। তার মৃত্যুতে জাতি একজন গুণী মানুষ হারিয়েছে।
আলোচনা শেষে সৈয়দ এনামুল হক এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।