মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অস্ত্রের মুখে এক স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।বুধবার (৬ জানুয়ারি) দুপুর ১১ টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লয়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার শিক্ষাকা অর্পণা রাণী পাল পশ্চিম লয়ারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বলে জানা গেছে। এ ঘটনায় অর্পণা রাণী পাল শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, বুধবার শিক্ষিকা অর্পণা রাণী পাল প্রতিদিনের মতো শ্রীমঙ্গলের বাসা থেকে সিএনজি অটো রিক্সাযোগে স্কুলের যাবার পথে ভূনবীর ইউপি অফিসের পশ্চিম পাশে নেমে পড়েন। পরে পায়ে হেঁটে পশ্চিম লয়ারকুল এর জনৈক গেদু মিয়ার বাড়ির সামনে এলে একটি মোটর সাইকেল আরোহী দুই যুবক তার পথরোধ করে।
এ সময় এক যুবক ধারালো ছুরির মুখে অর্পণা রানী পালকে জিম্মি করে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হারানো স্বর্ণের চেইনের মূল্য ৫০ হাজার টাকা বলে দাবি করেছেন অর্পণা রাণী পাল।
শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন জানান, স্কুলশিক্ষিকা তার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।