মোহনগঞ্জ ( নেত্রকোনা) সংবাদদাতা।
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে আহত দুপক্ষ চিকিৎসা নিতে গিয়ে মারামারির ফলে অক্সিজেন সিলিন্ডারটি একাংশে ভেংগে, জানালার কাঁচ ভেংগে দায়িত্বপালনরত ৩ জন স্টাফ আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে, মোহনগঞ্জ থানায় মামলা হয়েছে।
আজ ৩ আগষ্ট মঙ্গলবার সন্ধার পর জরুরী বিভাগে আহত রোগী চিকিৎসা নিতে এসে দুই পক্ষ মারামারিতে অক্সিজেন সিলিন্ডারটি ভেংগে দরজার কাঁচ ভেংগে ফেলে। জরুরী বিভাগের দায়িত্বপালনরত ডাঃ জান্নাতুন নেচ্ছা চাঁদনী, সেকমো মোঃ শাহজাহান সিরাজ,ইমাজেন্সী এটেন্ডেন্ট মোঃ সুমন আহত হয়। জরুরী বিভাগে ভাংচুর সহ আহত সংবাদ শুনে হাসপাতাল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, ওসি ( তদন্ত) রাশেদুল ইসলাম। হাসপাতালে পুলিশ টহল রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুর মোহাম্মদ শামসুল হক জানান, মোহনগঞ্জ থানায় ৪ জনের নামসহ ১৫/২০ জনকে আসামী করে মামলা করা হয়েছে। নামধারী আসামীর মধ্যে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল মিঠু (২৮) পিতামৃত ঃগোলাম মোস্তফা, কলেজ রোড, রাজন (২৫) পিতা সারোয়ার ভেন্ডার, টেংগাপাড়া – মোহনড়ঞ্জ।