মোহনগঞ্জ ( নেত্রকোনা) সংবাদদাতা।
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা আজ ১৫ আগষ্টের জাতীয় শোক দিবসে উপজেলা পরিষদে শ্রদ্ধাঞ্জলী দেবার সময় কালো ব্যাজ ধারন করেননি। ফলে নেতাকর্মীসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
আজ ১৫ আগষ্ট মোহনগঞ্জ উপজেলা পরিষদে জাতীয় শোক দিবস কর্মসূচীতে মোহনগঞ্জ হাসপাতালের পক্ষ হতে শ্রদ্বাঞ্জলী নিয়ে আসেন। সাড়ে দশটায় দেয়ার সময় দেখা যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর মোহাম্মদ সামসুল আলম কাল ব্যাজ ধারন করেননি। কর্তব্য কাজে অবহেলা ও নিয়ম না মানায় নেতা কর্মীসহ সর্ব মহলে বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। এ ব্যাপারে ডাঃ নুর মোহাম্মদ সামসুল আলম কে কাল ব্যাজ ছিল না কেন প্রশ্ন করলে তিনি অবাক হয়ে যান। পরে তিনি বলেন, অত্র হাসপাতালের ডাঃ শাহরিয়ার জাহান ওসমানী কে দায়িত্ব দেয়া হয়ে ছিল। সে যথাযথ দায়িত্ব পালন করেনি। এর পর তিনি আর সদ উত্তর দিতে পারেনি। স্বাস্থ্য বিভাগের ডিজি অফিস ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।